টিকা নিলেন বিরোধীদলীয় চিফ হুইপ
করোনার টিকা নিচ্ছেন মসিউর রহমান রাঙ্গা/ ছবি: সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সংসদ মেডিকেল সেন্টারে করোনাভাইরাসের টিকা নেন তিনি।
ভ্যাকসিন নেওয়ার পর তিনি বলেন, ‘ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সবার এই ভ্যাকসিন নেওয়া জরুরি।’
বিজ্ঞাপন
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও মেডিকেল সেন্টারের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সারাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এবং ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি করা কোভিশিল্ড নামক ভ্যাকসিনটি প্রয়োগ করা হচ্ছে। গত ৭ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
এইউএ/এসএসএইচ