লালবাগে হেফাজত নেতাকে ছুরিকাঘাত
মাওলানা জসিম উদ্দিন /ছবি- সংগৃহীত
রাজধানীর লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা জসিম উদ্দিন (৫৫) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হেফাজত ইসলামের প্রচার সম্পাদক আতাউল্লাহ আমিন ঢাকা পোস্টকে বলেন, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে লালবাগ জামিয়া আরাবিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। তিনি বাসায় যাওয়ার পথে রিকশার পেছন থেকে ছুরিকাঘাত করা হয়। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কিন্তু কারা এই ঘটনা ঘটিয়েছে তা তিনি দেখতে পারেননি।
বিজ্ঞাপন
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, মাওলানা জসিম উদ্দিন ছুরিকাঘাতে আহত অবস্থায় কিছুক্ষণ আগে ঢামেক হাসপাতালে এসেছে। অপারেশন থিয়েটারে তার অস্ত্রোপচার চলছে। বিষয়টি লালবাগ থানা দেখছে।
এ বিষয়ে লালবাগ থানা সূত্রে জানা যায়, আজ আসরের নামাজ শেষে বাসায় ফেরার সময় লালবাগ শাহী জামে মসজিদের প্রধান ফটক পার হওয়ার পরপর তাকে পিছন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে সেখানে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী। কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জীর পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‘মাওলানা জসিম উদ্দীন একজন বয়োবৃদ্ধ আলেম,মুহাদ্দিস। এমন একজন বয়োবৃদ্ধ আলেমকে পেছন থেকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করার ঘটনা চরম উদ্বেগজনক। অনতিবিলম্বে এই সন্ত্রাসী হামলায় জড়িতদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
এমএসি/এএইচআর/ওএফ