২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কর আহরণের জন্য ধনীর চাইতে মধ্যবিত্তদের বেশি লক্ষ্য করা হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার (৯ জুন) বাজেট ঘোষণার পর জাতীয় সংসদ ভবনের গেটে সংবাদিকদের তিনি এ কথা বলেন।

মেনন বলেন, বিশ্ববাজারে পণ্যের মূল্যবৃদ্ধি, আমাদের এখানে কোভিডে অভিঘাত- সব মিলিয়ে আমরা একটা চ্যালেঞ্জিং সময় পার করছি। অর্থমন্ত্রী নিজেই বলেছেন, এটা চ্যালেঞ্জিং টাইম। চ্যালেঞ্জিং বাজেট আমাদের উচিত ছিল। সেই চ্যালেঞ্জ আমি বাজেটে দেখিনি। কারণ হলো কোভিডের অভিঘাত পেরিয়ে আমরা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব ঠিকই। এই কোভিডকালীন সময় পেরিয়ে বর্তমানে যে চরম বৈষম্য তৈরি হয়েছে এটা নিরসনের জন্য গত বাজেটেও কিছু ছিল না। এই বাজেটেও নেই।

তিনি বলেন, আপনি কর আহরণের জন্য ধনীর চাইতে মধ্যবিত্তকে লক্ষ্য করেছেন। এই যে মধ্যবিত্ত যারা এখন উন্নয়নের মূল ভিত্তি হবে তারা এখন পারবে না। তবে আমরা উন্নয়নের ধারায় আছি এবং উন্নয়নের ধারায় থাকব। সেই উন্নয়নের ধারাকে জনগণের কাছে সত্যিকার অর্থেই যদি পৌঁছে দিতে হয় এই কাজগুলো করা প্রয়োজন বলে আমি মনে করি।

এইউএ/ওএফ