আমির হোসেন আমু

দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

শুক্রবার (১৪ মে) এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। আমু বলেন, করোনাভাইরাস মহামারির কারণে দেশবাসী স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করতে পারছে না। করোনা সংক্রমণ প্রতিরোধে আমাদের সর্বাত্মকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। 

তিনি বলেন, এই (করোনা) সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সব নির্দেশনা দিয়ে আসছিলেন, তা সঠিকভাবে পালন করা করলে যেটুকু ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি, তা হয়তো হতো না।  

তিনি বলেন, মহান আল্লাহর দরবারে দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও করোনা মহামারি থেকে উত্তরণের জন্য কায়মনবাক্যে প্রার্থনা করি। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে দেশের মানুষ দ্রুত এই মহামারি ও বিপদ থেকে পরিত্রাণ পাবেন। 

করোনা প্রতিরোধে সবাইকে যথারীতি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।

এইউএ/আরএইচ