মুজিবর রহমান চৌধুরী নিক্সন ও কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত মেয়র মির্জা কাদেরকে পাগল বলার পর এবার ‘টোকাই মেয়র’ আখ্যায়িত করেছেন ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবর রহমান চৌধুরী নিক্সন। তিনি বলেন ‘ওরে পাগলা তুমি যদি ওবায়দুল কাদেরের ভাই না হইতা তাহলে তুমি হইতা ছাগলের তিন নম্বর বাচ্চা’।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নিক্সন চৌধুরী। এক কিলোমিটার সড়কের ইট বিছানোর কাজ এবং ১০০ কম্বল বিতরণ উপলক্ষে এ সভার আয়োজন করা হয় গাজীরটেক মোড় এলাকায়।

নিক্সন চৌধুরী বলেন, ‘হঠাৎ গত দু-একদিনের মধ্যে নোয়াখালীর এক পাগল আমার পেছনে লাগছে। আমি এই পাগলকে চিনিও না। পাগল প্রতিদিন আমার বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছে। এখন শুনি তিনি না কি মেয়র হইছেন, আমাদের এক বড় নেতার ভাই। উনি বক্তৃতা দিয়া বলেন, সব এমপি না কি মদ খান। তিনশ এমপি মদ খায়?’

এমপি মুজিবর রহমান চৌধুরী নিক্সন বলেন, যত বড় নেতার ভাই আপনি হোন না কেন, আপনি সংসদ সদস্যদের নিয়ে ‘আপত্তিকর’ কথা বলেছেন আপনার বিচার সব সংসদ সদস্য করবেন।

এমপি আরও বলেন, ‘পাগলে বলে আমি না কি ৩ থানায় ভোট ডাকাতি করে এমপি হইছি। আমি জনগণের ভোটে তাদের ভালোবাসা পেয়ে এমপি হয়েছি। এ তিন থানায় এত সুষ্ঠু ভোট হয়েছে, গত নির্বাচনে বাংলাদেশে আর কোথাও তেমনটি হয়নি।’

চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে আলোচনা সভায় বক্তব্য দেন এমপি নিক্সন চৌধুরী 

যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য নিক্সন চৌধুরী বলেন, ‘আমি না কি আমার মামা শেখ সেলিমের ক্ষমতা দেখাই। আরে পাগল তুমি যদি ওবায়দুল কাদেরের ভাই না হইতা তাহলে তুমি হইতা ছাগলের তিন নম্বর বাচ্চা। আমি মামার জোড় দেখাই না। জনগণই আমার ক্ষমতা। পাগল ঠিক করার ওষুধ আমার জনগণের জানা আছে।’

তিনি আরও বলেন, আপনার মতো ‘টোকাই মেয়র’ ফেসবুকে কথা বলে ভাইরাল হইয়েন না। নিক্সন চৌধুরী তার মামা শেখ সেলিমের শক্তিতে চলে না। তার নাম নেওয়ার আগে অজু কইরা নিয়েন।’

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজাদ খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউসার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্লা, চর অযোধ্যা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এসএম ফরহাদ প্রমুখ।

প্রসঙ্গত, পৌরসভার নির্বাচনে প্রচার কাজ চলা অবস্থায় ১৩ জানুয়ারি এক নির্বাচনী সভায় নোয়াখালীর বসুরহাট পৌরসভার আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মির্জা কাদের এমপি নিক্সনকে জড়িয়ে একটি ‘আপত্তিকর’ বক্তব্য দেন। যা পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ওই বক্তব্যে মির্জা কাদের অভিযোগ করেন, ‘সাংসদ নিক্সন তাকে ‘চুনোপুটি’ হিসেবে আখ্যায়িত করেছেন। এর জবাবে মির্জা কাদের বলেন, ‘নিক্সন চৌধুরী সাহেব আপনি বলেছেন চুনোপুটিদের কথা কে শোনে। নিক্সনকে জিগাই আপনার বয়স কত? আমার রাজনৈতিক বয়স আপনার বয়সের চেয়ে বেশি। আপনি ত্যাগী নেতা কাজী জাফরউল্লাহকে হারাইয়া নির্বাচিত হয়েছেন ভোট চুরি করে।’

এর জবাবে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সরদরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রোববার (১৭ জানুয়ারি) বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে ‘পাগল’ আখ্যায়িত করে পাবনায় আটকে রাখার জন্য সরকারকে অনুরোধ করেছেন এমপি মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন।

তিনি বলেন, ‘পাগলারে পাবনায় আটকান। নইলে এমন গণধোলাই খাবেন, পালানোর পথ পাবেন না। পাগলদের স্থান রাস্তায় না। সরকারকে অনুরোধ করি, পাগলকে পাবনা পাঠানোর ব্যবস্থা করুন।’

কাদের মির্জার উদ্দেশে নিক্সন চৌধুরী বলেন, ‘পাগলারেও আমি চিনি না, জীবনে দেহি নাই, জীবনে যাই নাই নোয়াখালী। আরে মিয়া নেতা হইতে চান? পরিচিতি চান? পাগলামি কইরা নেতা হওয়া যায় না।’

পরে এমপি নিক্সন চৌধুরীর বক্তব্যের বিষয়ে আব্দুল কাদের মির্জা বলেন, ‘কত বড় ঔদ্ধত্য সে দেখায়। ১৬ তারিখের নির্বাচনে মানুষ ৭৭ শতাংশ ভোট দিয়ে তাদের জবাব দিয়ে দিছে। এর জবাবও মানুষ দিয়ে দিবে। এই ছেলের বিষয়ে আমি আর কী মন্তব্য করব।’ তিনি বলেন, ‘সে তো দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

মেয়র কাদের মির্জা বলেন, ‘নিক্সন চৌধুরী এসি ল্যান্ডকে গালি দিয়েছে। তার বিরুদ্ধে মামলা করেছে ইউএনও। এই ছেলে এলোমেলো কথাবার্তা বলে, তাকে কী জন্য যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে ঢুকানো হয়েছে, আমি জানি না।’

এমএসআর