স্পেনের দক্ষিণ টেনেরিফে দুইদিনব্যাপী কনস্যুলার সেবা প্রদান করা হয়েছে। মাদ্রিদ দূতাবাসের অধীনে শনিবার (৬ ফেব্রুয়ারি) ও রোববার (৭ ফেব্রুয়ারি) সেখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা লস ক্রিস্টিয়ানো বাংলাদেশ কমিউনিটির আস সুন্নাহ কার্যালয়ে সকাল দশটা থেকে বেলা দুইটা এবং বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ সেবা পান।

সামাজিক দূরত্ব মেনে টেনেরিফসহ আশপাশের আরও কয়েকটি এলাকার বাংলাদেশিরা এ সেবা নিতে আসেন। এদিন স্পেনে সদ্য ভূমিষ্ঠ শিশুদের পাসপোর্টের আবেদন, পাসপোর্ট নবায়ন, বাংলাদেশি বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিকদের ভিসার আবেদন গ্রহণসহ প্রবাসীদের অন্যান্য সেবা দেওয়া হয়।

এদিকে সেবাগুলো পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসীরা। তারা মনে করেন করোনাকালীন এ সেবা ইঙ্গিত করে, মাদ্রিদ দূতাবাস একটি প্রবাস বান্ধব দূতাবাস।

এদিন কনস্যুলার সেবা প্রদান করেন মাদ্রিদ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মোতাসিমুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, রেজা শাহ পাহলভি। এ সময় স্থানীয়ভাবে সহযোগিতা করেন টেনেরিফ কমিউনিটি ব্যক্তিত্ব ব্যবসায়ী জাকির হোসেন, সাইদ আহমেদ, শাহজাহান রিংকু, সাগর আহমেদ, মঈন আহমেদ, জুয়েল টিপু প্রমুখ।

এমএইচএস