কানাডায় বাঙালি কমিউনিটিতে লুটেরাদের বয়কটের ঘোষণা
ভার্চুয়াল আলোচনা সভা
বাংলাদেশের জাতীয় স্বার্থের ক্ষতি করা লুটেরাদের কানাডার বাঙালি কমিউনিটি থেকে বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে। টরন্টোর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের এক ভার্চুয়াল আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।
কানাডায় অন্টারিও শহীদ মিনার নির্মাণ কমিটির সর্বশেষ পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হয়। এতে কানাডার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, শহীদ মিনারের চেতনা ও মর্যাদা অম্লান রাখতে হবে। অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যারা বাংলাদেশের জাতীয় স্বার্থের ক্ষতি করে, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করে জনগণকে পথে বসাচ্ছে, ব্যাংকগুলোকে দেউলিয়া করছে, সে সব লুটেরাদের স্থান কানাডার বাঙালি কমিউনিটিতে হবে না। তাদের সামাজিকভাবে বয়কট করা হবে। এসব লুটেরাদের বিরুদ্ধে কথা বলা, সোচ্চার হওয়া প্রবাসীদের বিবেকের দায় ও কর্তব্য।
একুশে ফেব্রুয়ারিকে স্বাধীনতার ভিত্তিমূল ও রক্তবীজ উল্লেখ করে সভায় বক্তারা বলেন, কানাডায় শহীদ মিনার নির্মাণ প্রক্রিয়ায় কোনো বিতর্কিত ও অভিযুক্ত ব্যক্তিকে দেখতে চাই না। তাতে শহীদের আত্মদান স্মরণে নির্মিত মিনার কলঙ্কিত ও অপবিত্র হবে।
বিজ্ঞাপন
এ সময় শহীদ মিনার নির্মাণ কমিটির কতিপয় বিতর্কিত ব্যক্তিদের বহিষ্কারের আহ্বান জানানো হয়। মাহবুব চৌধুরী রনির সঞ্চালনায় সভায় আলোচনা করেন- ব্যারিস্টার আলমগীর হোসাইন, আহমেদ হোসেন, ড. মঞ্জুরে খোদা, ফাইজুল করিম, সুমন সাঈদ, মাসুক মিয়া, আজফর সাঈদ ফেরদৌস, ইমরুল ইসলাম, জাকির খান, মাসুদ আলী লিটন, সাদ চৌধুরী, সাকের মোস্তফা চৌধুরী, মৈয়ত্রী দেবী, আনম ইউসুফ, আসাদ নিশু, আইরিন, রাজিবুর, নওশের আলী, মোহাম্মাদ বাশার, রুহুল চৌধুরী, রোকেয়া পারভিন, আরিফ আহমেদ, জাকারিয়া চৌধুরী, ইসমত আরা, মুনির রশিদ, সোলায়মান তালুকদার, ইলিয়াস খান, লিটলী রায়, মামুনুর রশীদ, সুমন সিদ্দিক, ফাইজুল চৌধুরী, ইনতিকাব চৌধুরী তুহিন, ড. সুরভি সাঈদ প্রমুখ।
এইচকে