‘মুজিববর্ষের কূটনীতি, প্রগতি ও সম্প্রীতি’ প্রতিপাদ্যে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে আবুধাবিতে। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা এক মিনিটে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ইকবাল হোসাইন খান। এ সময় কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২১ ফেব্রুয়ারি সকালে দূতাবাস মিলনায়তনে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন আমিরাতে সফরে আসা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, নৌবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার-উজ-জামান ও দূতাবাসের কর্মকর্তা।

এর আগে প্রথম প্রহরে একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে- জনতা ব্যাংক, বাংলাদেশ বিজনেস কাউন্সিল-দুবাই, বাংলাদেশ সমিতি দুবাই, বাংলাদেশ সমিতি শারজাহ, বাংলাদেশ আওয়ামী লীগ (হাজি শফিকুল ইসলাম), বাংলাদেশ আওয়ামী লীগ (রাখাল বাবু), বঙ্গবন্ধু পরিষদ দুবাই (সম্মিলিত), বঙ্গবন্ধু পরিষদ শারজাহ (শাহ মাকসুদ) ও নাসিরিয়া শাখা, বঙ্গবন্ধু পরিষদ শারজাহ (শাহাজান মিয়াজি), বঙ্গবন্ধু পরিষদ আজমান, বৃহত্তর চট্টগ্রাম সমিতি, আবির বিজনেস অ্যাসোসিয়েশন, বিজনেস ফোরাম আজমান, আজমান বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আমিরাত প্রজন্মলীগ, রাস-আল খাইমা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ, ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম, শিল্পী সমিতি, বায়ান্ন টিভিসহ বিভিন্ন সমাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে কাউন্সিলর লেবার ফাতেমা জাহান, প্রথম (পাসপোর্ট ও ভিসা উইং) সচিব নূরে-এ-মাহবুবা জয়া, প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন, দ্বিতীয় সচিব মোহাম্মদ মোজ্জাফর হোসেন।

এ সময় বক্তব্য রাখেন আরব আমিরাত বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসাইন, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসাইন বাবুলসহ আরও অনেকে। এদিকে দুবাইয়ে একুশে ফেব্রুয়ারি বিকেল ৪টায় কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান অতিথি ও প্রবাসীদের নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

কনস্যুলেট ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। ইকবাল হোসাইন খানের সভাপতিত্বে ও কনস্যুলেটের দূতালয় প্রধান প্রভাষ লামারং উপস্থাপনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন দুবাই ও উত্তর আমিরাতের কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল, জনতা ব্যাংক দুবাইয়ের ব্যবস্থাপক আবদুল মালেক, বাংলাদেশ বিমান দুবাইয়ের কান্ট্রি ম্যানেজার সজল কান্তি বড়ুয়া, ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী, আইয়ুব আলী বাবুল, আশরাফ হোসেন হিরু ও আবু হেনা। এ সময় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

এইচকে