কানাডায় মাতৃভাষা দিবস পালিত
কানাডার টরেন্টোতে নির্মিত অস্থায়ী শহীদ মিনার
কানাডায় বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এর মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার ড. খলিলুর রহমান। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিন দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
বিজ্ঞাপন
২১ ফেব্রুয়ারি কানাডার স্থানীয় সময় বিকাল চারটায় দিবসের তাৎপর্য নিয়ে ভার্চুয়ালি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অন্টারিও প্রাদেশিক পার্লামেন্ট সদস্য ডলি বেগম, বাংলাদেশ কানাডা পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান ন্যাথানাইল স্মিথ এমপি, কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান, একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরী এবং স্বাধীনতা পদক প্রাপ্ত আব্দুস সালাম। সভায় বাংলাদেশ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এইচকে
বিজ্ঞাপন