মালদ্বীপের স্বাধীনতা দিবস আজ
মালদ্বীপের স্বাধীনতা দিবস আজ। ১৯৬৫ সালের ২৬ জুলাই ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দেশটি। স্বাধীনতাকে স্মরণ করতে মালদ্বীপের সরকার দেশটিতে তিন দিনের ছুটি ঘোষণা করেছে। যাতে করে স্কুল-কলেজের পুড়ুযা শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা প্রিয়জনের সঙ্গে বাড়িতে দিনটি উদযাপন করতে পারে।
সরকার দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। স্বাধীনতা দিবসে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে দেশটির ফার্স্ট লেডি ফাজনা আহমেদ, ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম এবং সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিপাবলিক স্কয়ারে পৌঁছানোর পর দেশটির রাষ্ট্রপতি সলিহ এবং ফার্স্ট লেডি ফাজনা আহমেদকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী অভ্যর্থনা জানান।
বিজ্ঞাপন
মালদ্বীপ একসময় ব্রিটিশ সাম্রাজ্য দ্বারা শাসিত ছিল। ভারত মহাসাগরের প্রধান সামুদ্রিক পথে অবস্থানের কারণে মালদ্বীপের একটি কৌশলগত গুরুত্ব ছিল।
স্বাধীনতা অর্জনের দুই মাসের মধ্যে মালদ্বীপ জাতিসংঘের সদস্য হয়। ১৯৬৫ সালের ১২ অক্টোবর দেশটির জাতীয় পতাকা জাতিসংঘের সদর দপ্তরে উত্তোলন করা হয়।
বিজ্ঞাপন
১৯৭০ এর দশকের শুরুতে মালদ্বীপে পর্যটনের বিকাশ শুরু হয়। মালদ্বীপের প্রথম অবলম্বন ছিল কুরুম্বা মালদ্বীপ যা ৩ অক্টোবর ১৯৭২ তারিখে প্রথমবার অতিথিদের স্বাগত জানায়।
এই দেশটি ২৬টি প্রাকৃতিক প্রবালপ্রাচীর নিয়ে গঠিত, যার মধ্যে ১ হাজার ১৯৪টি দ্বীপ রয়েছে। দেশটিতে প্রায় ২৫০টি রিসোর্ট আছে। দেশটিতে প্রতিদিন গড়ে ৪ হাজার ৮০০ জন পর্যটক ভ্রমণে আসেন। প্রায় ৫ লাখ জনসংখ্যার দেশটি বর্তমানে শতভাগ মুসলিম দেশ হিসেবে পরিচিত।
আইএসএইচ