শারজায় প্রবাসী বাংলাদেশির সুপারশপ উদ্বোধন
সুপারশপ উদ্বোধন
সংযুক্ত আরব আমিরাতের শারজায় প্রবাসী এক বাংলাদেশির সুপারশপ উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) আল সুর অঞ্চলের মিনা রোডে অ্যাডিসিবি ব্যাংকের পাশে এ সুপারশপটি উদ্বোধন করা হয়। এর নাম মদিনা আল খাইর।
সুপারশপের স্বত্বাধিকারী প্রবাসী শাহ নেওয়াজ মাহমুদ। এটি উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব জাফর আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-র সহ সাধারণ সম্পাদক এস এম মোদাচ্ছের শাহ, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ব্যাংকার মাহবুব আলম, যমুনা টেলিভিশনের আমিরাত প্রতিনিধি সাংবাদিক রফিক উল্লাহ, সি প্লাস টিভির উত্তর আমিরাত প্রতিনিধি সাংবাদিক ইশতিয়াক আসিফ প্রমুখ।
বিজ্ঞাপন
বিশেষ অতিথির বক্তব্যে এস এম মোদাচ্ছের শাহ প্রতিষ্ঠানটির শুভকামনার সঙ্গে সঙ্গে সবাইকে গ্রাহক হয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের এগিয়ে যাওয়াকে গতিশীল করার জন্য আহ্বান জানান। পণ্যের মান ও গ্রাহকদের সুবিধার দিকে খেয়াল রাখার অনুরোধও জানান তিনি।
স্বত্বাধিকারী শাহ নেওয়াজ তার বক্তব্যে বলেন, আমরা কোয়ালিটির ব্যাপারে কোনো ছাড় দেবো না। চেষ্টা করব সুলভ মূল্যে ভাল কিছু দেওয়ার। সেজন্য এখানে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশির সহযোগিতা প্রয়োজন।
বিজ্ঞাপন
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা এমদাদ, সাইফুদ্দিন নয়ন, নেজাম উদ্দিন, মুরশেদ আলম, মোহাম্মদ আজম, হাবিবুর রহমানসহ অনেকেই। দা-র আল নৌফ ও আল স্টুল নামে প্রবাসী শাহ নেওয়াজের আরও দুটি প্রতিষ্ঠান রয়েছে।
আরএইচ