দক্ষিণ আফ্রিকায় অজ্ঞাত ব্যক্তির গুলিতে নিহত বাংলাদেশি আবু তালেবের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর জোহানেসবার্গের নিউটাউন জামে মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

এর আগে সোমবার (২২ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার রেন্ডফন্টিনের কাছে ওয়েস্ট ভিলেজে অজ্ঞাত ব্যক্তির গুলিতে খুন হন আবু তালেব। নিহতের বাড়ি জামালপুরে বলে জানা গেছে।

আবু তালেবের মৃতদেহ বাংলাদেশে স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এসএসএইচ