কোভিড ১৯ মহামারিতে পর্যটকদের গ্রীষ্মকালীন চলাফেরা সহজ করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডিজিটাল ভ্যাকসিন পাসপোর্ট চালুর উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেছে। এ উদ্যোগের কথা প্রথম ঘোষণা করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। 

২৫ ফেব্রুয়ারি ইউনিয়নভুক্ত ২৭টি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ বিষয় নিয়ে আলোচনা করেন মের্কেল। তিনি বলেন, আমরা সবাই একটি বিষয়ে একমত যে, ভ্যাকসিনের জন্য একটি ডিজিটাল সার্টিফিকেট দরকার।

স্পেনসহ ইউরোপের দক্ষিণাঞ্চলের দেশগুলোতে পর্যটন শিল্পকে পুনরায় সবল করতে এবং এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ সহজ করতে ইইউ ভ্যাকসিন পাসপোর্টের জন্য চাপ দিয়ে আসছিল। তবে রাজনৈতিক এবং প্রযুক্তিগত দিক থেকে এটি ধোঁয়াশা রয়ে গেছে। আপাতত কয়েক মাসের মধ্যে করোনা ভ্যাকসিন পাসপোর্ট প্রস্তুত করার লক্ষ্যমাত্রা স্থির করেছে ইইউ।

আরএইচ