দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন/ ছবি ঢাকা পোস্ট

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আজ (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। রাষ্ট্রদূত তারিক আহসান দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি সূচনা করেন। 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়। 

এদিন বঙ্গবন্ধুর জীবন এবং কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত তারিক আহসান সভায় জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং  জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু-কিশোরদের অভিনন্দন জানান। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধুর ওপর রচিত কবিতা আবৃত্তি করা হয় এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। শেষে জাতির পিতা, তার পরিবারের ও বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নের জন্য দোয়া করা হয়।

এইচকে