দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ইকবাল হোসেন ও মো. লালন মিয়া নামের দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন মুহাম্মদ সৌরভ, নাজিম হুসেইন ও মুহাম্মদ রহমত আলী নামের অপর তিন বাংলাদেশি। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (১৭ মার্চ) দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশে ছোয়াইজারেনেক এলাকার আমালিয়া রোডে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে চার জনের বাড়ি সিলেটে ও একজনের বাড়ি বরিশালে।

প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, দুর্ঘটনায় শিকার পাঁচ বাংলাদেশি একটি গাড়ি নিয়ে পাইকারি মার্কেট থেকে মালামাল কিনে নিজ দোকানে ফিরছিলেন। পথে গাড়ি উল্টে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার রাতে সিলেটের গোপালগঞ্জের ইকবাল হোসেন ও বরিশালের মো. লালন মিয়ার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়।

আহত তিন জনের মধ্যে মো. রহমত আলীর বাড়ি সিলেটের বিশ্বনাথে, মো. সৌরভের বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় ও নাজিম হুসেইনের বাড়ি সিলেট শহরে। তারা বর্তমানে ক্লার্সড্রপ হাসপাতালে চিকিৎসাধীন।

এসএসএইচ