খন্দকার আবদুর রহিম

দক্ষিণ আফ্রিকায় এক প্রবাসী বাংলাদেশিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। নিহত খন্দকার আবদুর রহিমের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আমাইতারা ইউনিয়নের চামারি ফতেহপুর গ্রামে।

স্থানীয় বাংলাদেশিরা জানান, দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের মাফিকিং শহর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে মাগোবিস্টাব এলাকায় রহিম ব্যবসা করতেন।

সোমবার (১৫ মার্চ) রাতে কয়েকজন অজ্ঞাত কৃষ্ণাঙ্গ তার দোকানে প্রবেশ করেন। এরপর তারা রহিমের হাত-পা বেঁধে গলায় দড়ি দিয়ে শ্বাসরোধের মাধ্যমে মৃত্যু নিশ্চিত করে। পরে তার মরদেহ দোকানে ফেলে যায়।

পরের দিন সকালে ঘটনা জানাজানি হলে নিহতের বোনের ছেলে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রবাসী বলেন, একই এলাকায় বসবাসকারী অন্য এক বাংলাদেশির সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক শত্রুতা চলছিল। এসব কারণে রহিমকে ভাড়া করা খুনি দিয়েও হত্যা করা হতে পারে বলে সন্দেহ করছেন তারা।

ওএফ