বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে সম্প্রতি এক ভার্চুয়াল আলোচনা সভা করেছে কানাডার অন্টারিও আওয়ামী লীগ। পাশাপাশি সংগঠনটি সাংস্কৃতিক ইভেন্টেরও আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান, সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম ও আফরোজা হোসেন (অসোয়ার লিবারেল পার্টির এমপি প্রার্থী)।
বিজ্ঞাপন
অন্টারিও আওয়ামী লীগের সভাপতি জনাব মোস্তফা কামালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ। সভা সঞ্চালনা করেন উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট আফিয়া বেগম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ চৌধুরী বিপ্লব।
এসময় বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক, ব্যক্তিগত, মানবিক গুণাবলী, কূটনৈতিক সম্পর্ক, বলিষ্ঠ সাহসিকতা, পররাষ্ট্রনীতি এবং মানুষের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসার দিকগুলো তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার তথ্য তুলে ধরেন।
বিজ্ঞাপন
আলোচনা সভায় আরও অংশ নেন, ড. মোজাম্মেল খান ড. আব্দুল আউয়াল, জনাব সেলিম, কানাডা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর গোলাম রহমান, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহ সভাপতি তোফাজ্জল আলী, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, উপদেষ্টা ড. মাহবুব রেজা প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কানাডার স্বনামধন্য আবৃত্তিকার আহমেদ হোসেন, নবিউল হক বাবলু, কবি দেলওয়ার হোসেন, হিমাদ্রী রায়, আসমা হক, তাসরিনা শিখা ও হাসনা হাসান। এছাড়া সংগীত পরিবেশন করেন ফারহানা শান্তা, হাসমত আরা জুই, দ্বীপ্তি জাহান, রেহানা রহমান, হাসনা হাসান প্রমুখ।
আরএইচ