ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনকের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়/ ছবি- ঢাকা পোস্ট

বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদা করে দেখার সুযোগ নেই মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বিশ্ববাসীর কাছে শেখ মুজিব সম্মানিত। জাতির জনক বিশ্ব ইতিহাসে স্থান করে নিয়েছেন। তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বের গুণেই বিশ্বের কাছে নানা কারণে বাংলাদেশ আজ অনন্য দৃষ্টান্ত। 

শুক্রবার (২৬ মার্চ) ​যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দুই দিনব্যাপী জাতির জনকের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রথম দিন ভার্চুয়াল আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

মহানগর আওয়ামী লীগের সভাপতি আসিফ কাজীর সভাপতিত্বে এবং সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেন্টু ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উল্লাহ লিটনের যৌথ পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা জাতি হিসেবে গর্বিত। আমাদের দেশ অনেক এগিয়েছে। এই উন্নয়ন ধরে রাখতে হবে। পৃথিবীর অনেক দেশই এখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখতে শুরু করেছে। 

তিনি বলেন, পদ-পদবি সাময়িক। সবাইকে জনগণের জন্য কাজ করতে হবে।  

ভার্চুয়াল আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ডা. মুরাদ খান ঠাকুর, মুক্তিযোদ্ধা ডাক্তার সিরাজুল ইসলাম, প্রকৌশলী ইকবাল হায়দার, ডাক্তার নুরুল আমিন, মামুনুল আজম, শামিম মৃধা, জালাল চৌধুরী নেপচুন, আব্দুল জলিল, মাসুম সৈয়দ, জাহাঙ্গীর সরদার, নাজিম উল্লাহ লিটন, মুরাদ হোসেন, মোহাম্মদ শফি, জুয়েল সাদাত, মিজান সবুজ প্রমুখ।

শনিবার (২৭ মার্চ) সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের দ্বিতীয় দিনের অনুষ্ঠান তিন পর্বে সাজানো হয়েছিল। স্থানীয় সেনফর্ড সিভিক সেন্টার হল রুমে অনুষ্ঠানে অনেক প্রবাসী উপস্থিত হন। সোশ্যাল ডিসটেন্স ও মাস্ক পরে তিন ঘণ্টার অনুষ্ঠানটি প্রবাসীরা উপভোগ করেন। 

শনিবার রাত ৮টায় জাতীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। শহিদদের প্রতি এক মিনিট নিরবতা, জীবিত মুক্তিযোদ্ধাদের এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগরের সভাপতি আসিফ কাজী সুকন। সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন সেন্টুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি এম ফজলুর রহমান।

এম ফজলুর রহমান বলেন, আমাদের সৌভাগ্য আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করতে পারলাম। শেখ মুজিবুর রহমান আমাদের সোনার বাংলা দিয়ে গেছেন, সোনার বাংলা নিয়ে পৃথিবী গর্ব করে। আমাদের প্রধানমন্ত্রী বাংলা দেশটাকে কোথায় নিয়ে গেছেন, ইতিহাস উনাকে মূল্যায়ন করবে। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা ডাক্তার সিরাজুল ইসলাম, উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হায়দার, উপদেষ্টা ডাক্তার মুরাদ খান ঠাকুর, উপদেষ্টা শামিম মৃধা, উপদেষ্টা জয়নাল চৌধুরী, জালাল চৌধুরী নেপচুন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহসভাপতি সাংবাদিক জুয়েল সাদাত প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নতুন প্রজন্মের ৪ থেকে ১৩ বছরের শিশুরা অংশগ্রহণ করে। যেমন খুশি তেমন সাজে নতুন প্রজন্মরা বঙ্গবন্ধু, শেখ হাসিনা, শেখ রেহানা, বাংলাদেশ ক্রিকেট দলের সাকিব, মুশফিক, বাঙালি বধূসহ নানা সাজে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের মধ্যখানে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পালন এর বিশেষ কেক কাটা হয়। উপদেষ্টারা জাতির জনকের জন্মবার্ষিকীর কেক কাটেন, নতুন প্রজন্মরা বাংলাদেশের ৫০ তম জন্মদিনের কেক কাটে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণ করে রাখার জন্য সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ লাল-সবুজ কাপড়ে, টেবিল, মঞ্চ, স্টেইজ, বেলুন, ৩০ ফুটের বৃহৎ ব্যানারসহ নানাভাবে বাংলাদেশকে ফুটিয়ে তোলে। অনুষ্ঠানে আসা সব প্রবাসী লাল-সবুজের পাঞ্জাবী, শাড়ি পরে আসেন। বাচ্চারাও লাল সবুজের দেশীয় কাপড় পরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগীত পরিবেশন করেন জাতীয় গণমাধ্যমের শিল্পী রোকসানা মির্জা। চ্যানেল আই তারকা রোকসানা মির্জা দেশের গান পরিবেশন করেন। তাকে সহযোগিতা করেন স্বপন অধিকারী। রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠান শত শত প্রবাসী উপভোগ করেন। 

এইচকে