বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত শাখার আয়োজনে ‘মননে মুজিব’ শীর্ষক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে বুধবার (৩১ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অবস্থিত পাচঁ তারকা মুভ এন পিক হোটেলের বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন আমিরাত শাখার প্রেসিডেন্ট ইয়াসমিন কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল চন্দ্র গুহ।

এতে বিশেষ অতিথি ছিলেন- আল আইন বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা শেখ ফরিদ আহমেদ, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী।  অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ওপর একটি বিশেষ উপস্থাপনা পরিবেশন করেন সংযুক্ত আরব আমিরাতের হুয়াওয়ে মোবাইল সার্ভিসের চিফ এক্সপেরিয়েন্স অফিসার শাহরিয়ার পাভেল।

ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম আমিরাত শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আহমেদ ইখতিয়ার পাভেল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। 

এতে বক্তারা বলেন, বাংলাদেশের অর্জনকে হেয় করার জন্য এখনও একাত্তরের পরাজিত শক্তি দেশে তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছে। মানবতার ধর্ম ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে পাকিস্তানিকরণের চেষ্টা করছে পুরনো উগ্রবাদী চক্র। ১৯৭১ সালে যে ধর্মব্যবসায়ীরা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখনও দেশের মধ্যে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম, দুবাই ইলেক্ট্রিসিটি এবং ওয়াটার অথরিটির সিনিয়র ইঞ্জিনিয়ার ফজলে হাসান, দুবাইয়ের ক্যামেলিসিয়াস ফার্মের সিনিয়র ভেটেরিনারি ডক্টর অংশুমান দাশগুপ্তসহ আরও অনেকে।

ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন বঙ্গবন্ধুর আদর্শে পরিচালিত একটি সংগঠন, যা দেশ-বিদেশে বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। বিশ্বের প্রায় ২৭টি দেশে এ সংগঠনের  কার্যক্রম বিদ্যমান।

এনএফ