অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় শিরোপা জিতল বাংলাদেশিরা
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের অন্যতম আকর্ষণীয় ক্রিকেট আসরে চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশিরা। ব্যাট-বলের খেলায় নিজ দেশকে প্রতিনিধিত্ব করে শীর্ষ এ খেতাব অর্জন করে ভিক্টোরিয়ান বাংলাদেশি স্পোর্টস ক্লাব, মেলবোর্ন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময়ে টুর্নামেন্টের ফাইনাল হওয়ায় জয় পেতে মরিয়া ছিলেন প্রবাসী বাংলাদেশিরা। সুবর্ণজয়ন্তীর আনন্দের সঙ্গে এ শিরোপা জয়কে একটি মাইল-ফলক হিসেবেই দেখছেন ক্লাবটির সদস্যরা।
জানা যায়, ভিক্টোরিয়া রাজ্যের অফিসিয়াল ক্রিকেট বিভাগ থেকে অনুমোদিত ওয়েস্টার্ন সাববার্ব চার্সেস অ্যান্ড কমিউনিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডব্লিউএসসিসিএ) নামের এ ক্রিকেট আসরে এবারের গ্রীষ্মকালীন চূড়ান্ত বিজয়ী খুঁজে পেতে গত ছয় মাস ধরে বিভিন্ন ধাপে খেলা পরিচালনা করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক ক্রিকেটের আদর্শ বজায় রেখে টুর্নামেন্টটি পরিচালিত হওয়ায় শিরোপা জয়ে অন্যরকম আনন্দ উচ্ছ্বাসে ভাসছেন বাংলাদেশি স্পোর্টস ক্লাবের সদস্যরা। ক্লাব সাধারণ সম্পাদক কাজী মাকসুদ হোসাইন বাপ্পির নেতৃত্বে যথাযথ টিম ওয়ার্কের মাধ্যমেই এ অর্জন সম্ভব হয়েছে বলে জানান তারা।
এ টুর্নামেন্টে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের সভাপতি ইউসুফ আলী, সহ সভাপতি মোশারফ হোসাইন রেহান, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল শওকত, প্রিন্সিপাল মোর্শেদ কামাল, সিয়াম ও রুম্মান প্রমুখ।
বিজ্ঞাপন
এসএসএইচ