আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল চন্দ্র গুহ বলেছেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং স্বাধীনতার চেতনায় আঘাত আসলে আমরা বসে থাকব না। দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বাংলার বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছেন, কিন্তু প্রশিক্ষণ জমা দেননি।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধীদের সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। ৭১’এর উত্তরসূরিরাই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশে অরাজকতা সৃষ্টি করছে। এটা স্বাধীনতাবিরোধীদের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। তারা একাত্তরের পরাজয়ের গ্লানি আজও ভুলতে পারেনি।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল চন্দ্র গুহ ও কার্যনির্বাহী কমিটির সদস্য জাবেদুল আজম মাসুমের সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে ইউএই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে তাদের গণসংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুবাইয়ের পার্ল ক্রিক হোটেলের বলরুমে এই সংবর্ধনা দেওয়া হয়।

ইউএই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আল জকিরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান আহমদ সোহাগের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি ও দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মুহাম্মদ আইয়ুব আলী বাবুল।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও কার্যনির্বাহী সদস্য জাহিদুল আজম মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ মোহাম্মদ কসুদ, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহাম্মেদ, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদ কামাল উদ্দীন, আওয়ামী যুবলীগ সংযুক্ত আরব আমিরাতের সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফি, দুবাই আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার আহাম্মেদ, শারজাহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন কাউছার।

এ সময় আরও বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তৌহিদ আলম জিলানী, দুবাই আওয়ামী যুবলীগের সভাপতি মোস্তফা কামাল শিমুল, ইউএই আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান, নজরুল ইসলাম বাবু, তৈয়ব সফাত আলী, হানিফ তালুকদার, মোহম্মদ আবু তৈয়ব, মুন্না কর, মোহাম্মদ আমিন, মোহাম্মদ মনির, মিজানুর রহমান, জুয়েল হাওলাদার, মোহাম্মদ আয়ুব, সায়েম মোল্লা, দেবব্রত দেবু, সিরাজদৌল্লাহ ও দুলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেকান্দর হোসেন খোকন।

এতে আওয়ামী লীগ ইউএই কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইউএই কেন্দ্রীয় কমিটি এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ইউএই কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএসএইচ