করোনা: দক্ষিণ আফ্রিকায় মসজিদ বন্ধের সুপারিশ
দক্ষিণ আফ্রিকার একটি মসজিদ - সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ থেকে মুসল্লিদের রক্ষার জন্য সাময়িকভাবে মসজিদ বন্ধ রাখতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মুসলিম জুডিশিয়াল কাউন্সিল (এমজেসি)। দক্ষিণ আফ্রিকায় ইসলাম ধর্মাবলম্বীদের সংগঠন এটি।
এমজেসি এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকায় মুসলিমদের বিয়ে ও জানাজা সীমিত পরিসরে করার আহ্বানও জানিয়েছে।
বিজ্ঞাপন
সংগঠনটি করোনা পরিস্থিতে দক্ষিণ আফ্রিকায় জুম্মার নামাজের জামাত চার সপ্তাহের জন্য স্থগিতের ব্যাপারে চিন্তা করছে। এছাড়া সংগঠনটি দেশটির সরকারকে স্বাস্থ্যসুরক্ষায় অভ্যন্তরীণ পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দেয়ার আহ্বান জানাবে।
দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী ডা. জাভেলি এমকিজে স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, দক্ষিণ আফ্রিকার সরকার করোনাকালের বিধিনিষেধ পর্যালোচনা করছে। দেশে করোনা যে হারে বাড়ছে তা স্থিতিশীলতার জন্যে হুমকি।
বিজ্ঞাপন
মন্ত্রী সর্তক করে বলেন, করোনা দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। মৃত্যুও বাড়ছে আশংকাজনক হারে। দক্ষিণ আফ্রিকানদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন প্রায় ২৭ হাজার মানুষ। রোববার (২৭ ডিসেম্বর) দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১৫শ' মানুষ। গত কয়েক সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে।
এফএ/এইচকে