খুলে দেওয়া হবে কুয়েতের বিমানবন্দর
বিমানবন্দরে ভিড় - পুরাতন ছবি
কুয়েতের সব বিমানবন্দর, স্থলপথ ও সমুদ্রবন্দর আগামী ২ জানুয়ারি থেকে পুনরায় সচল করা হবে। সোমবার (২৮ ডিসেম্বর) দেশটির মন্ত্রী পরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
কুয়েতের গণমাধ্যম এ খবর জানিয়েছে।
বিজ্ঞাপন
আগামী ২ জানুয়ারি থেকে পুনরায় নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে। সমুদ্র ও সীমান্তপথ প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত খোলা থাকবে।
যুক্তরাজ্যে করোনার নতুন ধারা শনাক্ত হওয়ার পর দেশটির সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট বাতিতের ঘোষণা দিয়েছিল কুয়েত।
বিজ্ঞাপন
তবে এরইমধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ নিষিদ্ধ ৩৪ দেশের নাগরিকদের সরাসরি কুয়েতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ১৫ ডিসেম্বর প্রথম ধাপে ফিলিপাইনের নাগরিকরা কুয়েতে পৌঁছায়। আগামী ২ জানুয়ারি থেকে দুবাই বা অন্যদেশে আটকে থাকা যাত্রীরা কুয়েতে প্রবেশ করতে পারবে।
এসআর/এইচকে