কানাডায় করোনায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়াল
কানাডায় বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা
কানাডার প্রধান চারটি প্রদেশ অন্টারিও, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা এবং কুইবেকে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৫ হাজার ২০৭ জন। মহামারিতে প্রাণহানি হয়েছে ১৫ হাজার ১২১ জন মানুষের। আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ৯৭৩ জন।
জনসংখ্যার দিক থেকে বিবেচনা করলে কানাডার বৃহত্তর প্রদেশ অন্টারিও। প্রদেশটিতে প্রতিদিনই নতুন করে অনেক করোনা আক্রান্ত রোগীর খবর পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন
কানাডায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কুইবেকে। এ কারণে প্রদেশটিতে গত ২৫ ডিসেম্বর আবারও লকডাউন শুরু হয়েছে। ফার্মেসি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সবকিছু বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। অতি জরুরী দরকারে বাইরে গেলে স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক ব্যবহার করে এবং দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এসব কার্যকর করতে পুলিশ, স্বাস্থ্য পরিদর্শকরা কড়াকড়িভাবে নজরদারি করছেন।
কুইবেকের স্বাস্থ্যমন্ত্রী ক্রিশ্চিয়ান ডুবে নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছেন, করোনা পরিস্থিতি অনেকটা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। হাসপাতালগুলোতে সক্ষমতা ছাড়িয়ে যাওয়ার কারণে হোটেল ও রিসেপশন হলগুলিতে কোভিড রোগীদের জন্য বিশেষ বেড স্থাপন করা হচ্ছে।
বিজ্ঞাপন
কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে করোনা মহামারীর দ্বিতীয় পর্যায়ে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি, সরকার কর্তৃক বিভিন্ন বিধিনিষেধ দেয়া স্বত্ত্বেও ভাইরাসটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আলবার্টা প্রদেশেও একই অবস্থা দেখা গেছে। রোগীর সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতাল ও নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতে চাপ পড়ছে।
কানাডার ইতোমধ্যেই নাগরিকদের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। তারপরেও করোনা নিয়ন্ত্রণে অনেক ক্ষেত্রেই হিমশিম খেতে হচ্ছে সরকারকে।
এমএইচএস