কুয়েতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকেলে কুয়েতের আল রাই মাঠে এ টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে বিভিন্ন দেশের প্রবাসীদের নিয়ে আট গ্রুপে মোট ৪০ দল অংশগ্রহণ করে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভারতের দুটি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। ফাইনালে এপি এক্সআই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, তারা প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে। জবাবে চেন্নাই ফায়ার বয়েস ১৭ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
খেলা শেষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সরওয়ার্দী সারোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
এতে প্রধান অতিথি ছিলেন বিজনেস কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আজিজ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা হোসেন আহমদ আজিজ, কুয়েত বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনসহ সংগঠনের নেতারা। এসময় বিভিন্ন দলের খেলোয়াড় এবং বাংলাদেশ ও ভারতের প্রবাসীরা উপস্থিত ছিলেন।
এসএসএইচ