মালদ্বীপের প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাত
মালদ্বীপের বর্তমান প্রধান বিচারপতি আহমেদ মুতাছিম আদনানের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাত করেন মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসান। প্রধান বিচারপতির সঙ্গে সোমবার (৩ মে) সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশ হাইকমিশনার।
এ সময় উপস্থিত ছিলেন, হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ।
বিজ্ঞাপন
হাইকমিশন থেকে জানানো হয়েছে, সাক্ষাতে দুই দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। মালদ্বীপে অবস্থিত বাংলাদেশি প্রবাসীদের আইনি সহযোগিতার ক্ষেত্রে বিশেষ সহায়ক হিসেবে গুরুত্ব পাবে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।
ওএফ
বিজ্ঞাপন