রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ পর্তুগাল বাংলা প্রেসক্লাবের
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছে পর্তুগালে অবস্থিত সাংবাদিকদের সংগঠন পর্তুগাল বাংলা প্রেসক্লাব।
গতকাল সংগঠনের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকতা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি উপাদান। সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ধরা হয়। যেখানে আইন ও বিচার ব্যবস্থার সঙ্গে সংবাদ মাধ্যম পরিপূরক হিসেবে কাজ করে। সুতরাং সাংবাদিকতার ওপর আঘাত রাষ্ট্রের জন্য ক্ষতিকারক। রোজিনা ইসলামকে এভাবে হেনস্তা করা শুধু সাংবাদিকতার ওপর আঘাত নয়, আঘাত এসেছে বাকস্বাধীনতার ওপর, আঘাত এসেছে ব্যক্তি স্বাধীনতার ওপর যা কোনোভবেই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক মর্যাদার ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে না।
বিজ্ঞাপন
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে বলা হয়, সাংবাদিক রোজিনা ইসলামকে কারাগার থেকে নিঃশর্ত মুক্তি দিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদান করে দেশে আইনের শাসন এবং বাকস্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
এসকেডি
বিজ্ঞাপন