আওয়ামী লীগ ও যুবলীগের দক্ষিণ আফ্রিকা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রোববার (৩০ মে) দেশটির জোহান্সবার্গের রিটভ্লে জুফার্মে দিনব্যাপী এ ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার নূর-ই হেলাল সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হাইকমিশনের কাউন্সিলর খালেদা আক্তার।

এতে প্রবাসী বাংলাদেশি শতাধিক পরিবার অংশ নেয়। ফলে জুফার্ম এলাকা মিনি বাংলাদেশে পরিণত হয়। অনুষ্ঠানে শিশুকিশোরদের জন্য ছিল বিভিন্ন খেলাধুলার আয়োজন। এছাড়া নারীদের জন্য বালিশ প্রতিযোগিতা ও পুরুষদের ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন ছিল। সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনে প্রবাসীরা অংশগ্রহণ করেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের বিরতিতে ছিল দেশীয় খাবারের আয়োজন। অনুষ্ঠান শেষে শিশুকিশোর, নারী ও পুরুষদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার তুলে দেওয়া হয়।

এসএসএইচ