করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আমিরাত সরকারের স্বাস্থ্যবিধি মেনে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন ‘ওয়াদি চিটাগাং মোবাইল ফোন অ্যান্ড এক্সেসরিস ট্রেডিং এলএলসি’র জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ আগস্ট) দুবাই দেরা বাজারের চিটাগাং ট্রাভেলসের বিপরীতে এ সপের উদ্বোধন করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশ কনসুলেট’র কমার্শিয়াল লকাউন্সিলর মুহাম্মদ কামরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি। 

‘ওয়াদি চিটাগাং মোবাইল ফোন অ্যান্ড এক্সেসরিস ট্রেডিং এলএলসি’র ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ আরিফ উদ্দিন, স্বত্বাধিকারী মুহাম্মদ শাহ আলম, রহমত আলী ও মুহাম্মদ আবুল কালামের উপস্থিততে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট আইয়ুব আলী বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ‘’ যুগ্ম-সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, লোকাল স্পন্সর মুহাম্মদ রাশেদ আলী, বাংলাদেশ কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী, মুহাম্মদ শাহিদুল্লাহ শিকদার, মুহাম্মদ খোরশেদ আলম প্রমুখ। এতে বিপুল সংখ্যক প্রবাসী গ্রাহক উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন, দুবাইয়ে এক্সপো ২০২০ ঘিরে প্রবাসী বাংলাদেশিরা তাদের ব্যবসার যে পরিধি বিস্তার করছেন তা সত্যি প্রশংসনীয়। তিনি সকল প্রবাসী বাংলাদেশিসহ ব্যবসায়ীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধ করার অনুরোধ জানান। 

এইচকে