ইতালি আওয়ামী লীগ সভাপতির বাবার ইন্তেকাল
ইতালি আওয়ামী লীগ সভাপতি ও ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান ইদ্রিস ফরাজীর বাবা আবুল হোসেন ফরাজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
জানা গেছে, আবুল হোসেন দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় আনুমানিক রাত ১০টায় স্থানীয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিজ্ঞাপন
এদিকে আবুল হোসেন ফরাজীর মৃত্যুতে ইতালি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গভীর শ্রদ্ধার সঙ্গে ইতালি আওয়ামী লীগ নেতা এম এ রব মিন্টু, সরদার লুৎফর রহমান, জাসদ নেতা অ্যাড. আনিচুজ্জামান আনিচ, আওয়ামী লীগ পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
অন্যদিকে দলমত নির্বিশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ইতালি প্রবাসীকে মরহুমের জন্য দোয়া চেয়ে নিজ টাইমলাইনে কালো ব্যাজ পোস্ট করতে দেখা গেছে।
বিজ্ঞাপন
জেডএস