জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (০৫ আগস্ট) দিবসটি উপলক্ষে কনস্যুলেট একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেখ কামালের জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘শেখ কামাল এক কিংবদন্তির কথা’ প্রদর্শন করা হয়। 

আলোচনা অনুষ্ঠানে কনসাল জেনারেল ও কনস্যুলেটের কর্মকর্তা এবং কর্মচারীরা শেখ কামালের জীবন, কর্ম ও বিভিন্ন ক্ষেত্রে তার অবদানের কথা আলোকপাত করেন।

কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, শেখ কামাল অনন্য সাধারণ গুণাবলীর অধিকারী ছিলেন। তিনি ছিলেন উন্নত চরিত্রের অধিকারী ও মানবীয় গুণাবলীর সহজ-সরল, নিরহংকারী একজন যুবক। ক্রীড়া, সঙ্গীত, নাটকসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কাজে  তার প্রতিভা ছিল অসামান্য। আমাদের দুর্ভাগ্য যে, এমন একজন ব্যক্তিত্বকে অকালে হারিয়েছি। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ শিল্প-সংস্কৃতি, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। তার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আরও অনেকদূর এগিয়ে যাবে। তিনি সবাইকে বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান।

করোনাভাইরাস প্রতিরোধে সৌদি আরব কর্তৃক আরোপিত বিধিনিষেধ অনুসরণ করে স্বাস্থ্যবিধি মেনে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী, সোনালী ব্যাংক প্রতিনিধি ও হজ অফিসের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এইচকে