দক্ষিণ আফ্রিকায় বাস খাদে, নিহত ২৮
দক্ষিণ আফ্রিকায় একটি দোতলা বাস খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ২৪ জন পরবর্তীতে হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ যাত্রী।
প্রাদেশিক পরিবহনের মুখপাত্র উনাথি বিনকোস স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ১৭ আগস্ট (সোমবার) বাসটি কেপটাউন থেকে মথাথা নামক এলাকায় যাচ্ছিল। ইস্টার্নকেপে বাসটি দুর্ঘটনায় পড়ে। এতে ২০ নারী, পাঁচ পুরুষ ও তিন শিশুর মৃত্যু হয়। গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য পূর্ব লন্ডনের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া, ২৪ জন হালকা আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রাদেশিক পরিবহনের মুখপাত্র নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মৃতদের শনাক্ত করতে পরিবারের সহযোগিতা চেয়েছেন।
উনাথি বিনকোস জানান, শনাক্ত হলেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
বিজ্ঞাপন
ওএফ