সংযুক্ত আরব আমিরাতে ৭৫ পাউন্ড ওজনের কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

সোমবার রাতে বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশ সমিতি শারজার বঙ্গবন্ধু হলরুমে সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইলিয়াসের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন শুরু হয়।

অনুষ্ঠানে আলোচনাসভা শেষে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ আলমের পরিচালনায় সংগঠনের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদ সভাপতির বক্তব্যে বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার, বিশ্ব শান্তির অগ্রদূত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। আজকের এই দিনে আমরা সত্যিই গর্বিত। কারণ, আমরা এমন নেত্রী পেয়েছি বাংলাদেশের জন্যে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আইয়ুব আলী বাবুল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সভাপতি আলহাজ্ব আবুল বাশার, আরব আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন কাউছার, আরব আমিরাত আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস, এম, শফিকুল ইসলাম ও কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার আবু নাছের।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ থেকে টেলি-কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক সংসদ সদস্য এস.এ.মালেক, সাধারণ সম্পাদক অধ্যাপক আ.ব.ম ফারুক, যুগ্ম সম্পাদক মতিউর রহমান লাল্টু ও প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল মামুন।

এসময় আরও বক্তব্য রাখেন মো. আজম খান, বাবু তপন সরকার, মহিলা নেত্রী কাউছার নাজ ও একরামুল হক চৌধুরী।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ৭৫ পাউন্ড ওজনের কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। পরে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক বাবু অজিত রায়ের নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালাউদ্দিন হেলাল, হাজী সেলিম, এ.কে. আজাদ, মো. শাহাজান, আলহাজ্ব আবুল বশর বাবলু, কাজী মোঃ ফিরোজ উদ্দীন, আবু সুফিয়ান সেলিম, মো. শাহাজান, তৌহিদুল আলম জিলানী, আব্দুল কাদের, গিয়াস উদ্দিন, নুরুল আমিন, জাহাঙ্গীর আলম, নাছির উদ্দিন খোকন, কার্তিক মজুমদার, মিন্টু দে, শহীদুল বাবর, মো. মামুন, রহমত, ছৈয়দ নুর, অহিদুল আলম অহিদ, মো. সালমান, সেলিম, দিদার, রুবেল, আরমান, আমিন শরীফ, আব্দুল খালেক মিলন, মো. ইউসুফসহ আরও অনেকে। 

এইচকে