যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডিয়ারবর্ন সিটির আল-হুদা ইসলামিক অ্যাসোসিয়েশন মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় সশস্ত্র সন্দেহভাজন বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

শনিবার রাত প্রায় ১টা ১৮ মিনিটের দিকে টহলরত ডিয়ারবর্ন পুলিশ অফিসাররা লোনিও স্ট্রিটের কাছে ওয়ারেন এভিনিউয়ের ৮৮৩৫ ব্লকে অবস্থিত ওই ইসলামিক সেন্টারের পেছনের প্রবেশদ্বারে আগুন দেখতে পেয়ে এগিয়ে আসেন।

তারা ঘটনাস্থলে একজন সশস্ত্র ব্যক্তির মুখোমুখি হন। কর্মকর্তারা তাকে আগ্নেয়াস্ত্রটি ফেলে দেওয়ার নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে সন্দেহভাজন কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশের পাল্টা গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হন। এতে কোনো কর্মকর্তা আহত হননি।

ডিয়ারবর্ন শহরের নবনিযুক্ত পুলিশ প্রধান ইসা শাহিন বলেছেন, এটি আমাদের বিশ্বাসী সম্প্রদায় এবং সামগ্রিকভাবে ডিয়ারবর্ন সম্প্রদায়ের জন্য একটি দুঃখজনক ঘটনা ছিল। যা দুর্ভাগ্যবশত প্রাণহানির কারণ হয়েছিল। সম্প্রদায়কে আসন্ন বিপদ থেকে রক্ষার জন্য অত্যন্ত পেশাদারিত্ব ও সাহসের সঙ্গে সাড়া দেওয়ার জন্য আমি আমাদের কর্মকর্তা প্রশংসা করি।

আমেরিকান হিউম্যান রাইটস কাউন্সিল একটি বিবৃতিতে ঘটনাটিকে মসজিদে ‘অগ্নিসংযোগের হামলা’ বলে অভিহিত করেছে এবং কর্তৃপক্ষের ‘দ্রুত পদক্ষেপ’ নেওয়ার প্রশংসা করেছে।

ওএফ