ছবি : বিসিবি

প্লেয়ার্স ড্রাফটের প্রথম পাঁচ ডাকে কেউ দলে ভেড়ায়নি মাহমুদুল্লাহ রিয়াদকে। তখন করোনা আক্রান্ত ছিলেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিল দলগুলো। শেষ পর্যন্ত দ্বিতীয় সুযোগে তাকে দলে টানে জেমকন খুলনা। সেটির যথার্থতাও প্রমান করেছেন তিনি।

অধিনায়কত্ব করে জেমকন খুলনাকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শিরোপা জিতিয়েছেন রিয়াদ। ফাইনালে দলের পক্ষে খেলেছেন ৭০ রানের ম্যাচজয়ী এক ইনিংসও। 

টুর্নামেন্টের শুরু থেকে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিলেন না মাশরাফি বিন মুর্তজা। মাঝপথে লটারিতে তাকে দলে পায় খুলনা। চ্যাম্পিয়ন হওয়ার পর দলটির অধিনায়ক ধন্যবাদ জানাচ্ছেন সাবেক ওয়ানডে অধিনায়ককে। 

তিনি বলেন, ‘প্রথম কয়েক ম্যাচে আমি যেভাবে চাইছিলাম সেভাবে ব্যাটিং করতে পারছিলাম না। কিন্তু আমি হাল ছাড়িনি। খুশি যে আমি অবদান রাখতে পেরেছি। ধন্যবাদ আমার দলকে। বিশেষ করে ম্যাশকে। সে অনেক সাহায্য করেছে। তার অভিজ্ঞতা আমাকে অনেক সাহায্য করেছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। খুবই খুশি তাকে পেয়ে।’

অধিনায়ক হিসেবে এবারই প্রথম শিরোপা জিতলেন রিয়াদ। টুর্নামেন্টের শুরুর দিকে পুরোপুরি ছন্দে না থাকলেও সময়ের সঙ্গেই ভালো খেলেছে খুলনা। দলটির অধিনায়ক বলছেন এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই তার। 

তিনি বলেন, ‘এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না। যেভাবে বোলার, ব্যাটসম্যান ও বিশেষ করে ফিল্ডাররা যেভাবে তাদের সব ঢেলে দিয়েছে তাদেরকে কৃতিত্ব দিতেই হয়। আলহামদুলিল্লাহ্, আমরা আমাদের লক্ষ্যপূরণ করতে পেরেছি।’

এমএইচ