বাফুফে ভবনের সামনে জিম, মিশ্র প্রতিক্রিয়া
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ফুটবলে একটি পূর্ণাঙ্গ জিমের হাহাকার দীর্ঘদিনের। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন সম্প্রতি ঘোষণা দিয়েছেন বাফুফে ভবনের সামনে জিম নির্মাণ করা হবে। এই খুশির ঘোষণাতেও কিছুটা অসন্তোষ তৈরি হয়েছে।
কারণ বাফুফে ভবনের সামনের জায়গাটি সবুজ ঘাসের। এখানে জিম নির্মাণ হলে বাফুফে ভবনের সৌন্দর্য নষ্ট হবে। যদিও এটা মানতে নারাজ বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘আমাদের মাঠের সৌন্দর্য্য যাতে নষ্ট না হয় সেভাবে আমরা জিম নির্মাণ করব।’
বিজ্ঞাপন
বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জিম নির্মাণের স্থান সম্পর্কে বলেন, ‘২০০৫ সালে তৈরি হয়েছে এই ভবন। ভবনের মূল নকশায় নিচ তলায় জিমের স্থান ছিল।’ বাফুফের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানজুর হোসেন মালুর প্রতিক্রিয়া, ‘ভবনের ফাউন্ডেশন ৫ তলা। এখন ৪ তলা রয়েছে। সবুজ ঘাসের উপর না করে উপরে আরে এক তলা বর্ধিত করাই শ্রেয়।’
বাফুফে ভবনের জায়গাটি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ৯৯ বছরের জন্য ইজারা নেয়া। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম বলেন, ‘ফুটবল ফেডারেশন এখনো আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাদের প্রস্তাবনার ভিত্তিতে আমরা মতামত দেব।’
বিজ্ঞাপন
এদিকে বাফুফে সাধারণ সম্পাদক বলছেন, ‘আমাদের প্রাথমিক পরিকল্পনা ভবনের সামনে জিম করা। নির্বাহী কমিটিতে জিম বিষয়ে বিশেষ আলোচনা হবে। আমাদের সিদ্ধান্ত চুড়ান্ত হলে পরবর্তী আনুষ্ঠানিকতা গ্রহণ করব।’ নতুন বছরের শুরুতে নির্বাহী সভা হতে পারে।
এজেড/এনইউ