ভারতের ‘লজ্জার’ ৩৬, অজিদের সহজ জয়
প্যাট কামিন্স আর জস হ্যাজেলউড বিধ্বংসী হয়ে উঠলেন। সেটা থামাতে পারলেন না ভারতের কোনো ব্যাটসম্যানই। তাতে বিরাট কোহলিদের পড়তে হলো লজ্জায়। নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে কম রানে অলআউট হতে হলো তাদের।
লর্ডসে ১৯৭৪ সালে ৪২ রানে অলআউট হয়েছিল ভারত। সেটিই ছিল এতদিন সাদা পোশাকে তাদের দলীয় সর্বনিম্ন সংগ্রহ। কোহলিদের লজ্জায় ডোবার দিনে জিততে কষ্ট করতে হয়নি অস্ট্রেলিয়াকে। ভারতের দেয়া ৯০ রানের লক্ষ্যে এক উইকেট হারিয়েই পৌঁছে গেছে তারা।
বিজ্ঞাপন
টস জিতে আগে ব্যাট করতে নেমে ২৪৪ রান তুলে ভারত। অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে ওই ইনিংসের সর্বোচ্চ ৭৪ রান আসে। আজিঙ্কা রাহানের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন তিনি।
দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান আসে পূূজারার ব্যাট থেকে। অজিদের পক্ষে মিচেল স্টার্ক ৪টি ও প্যাট কামিন্স নেন ৩টি উইকেট।
বিজ্ঞাপন
নিজেদের প্রথম ইনিংসটা ভালোভাবে শুরু করতে পারেনি অস্ট্রেলিয়াও। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯১ রানে থামে তারা। মার্নাস লাবুশেন ৪৭ রানের পর অধিনায়ক টিম পেইনের ৭৩ রানের ইনিংসে এই সংগ্রহ পায় তারা। অশ্বিন পান ৪ উইকেট।
লিড পেয়ে খেলতে নেমে ৭ রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলে ভারত। দ্বিতীয় দিন নাইট ওয়াচ ম্যান হিসেবে খেলতে নামেন জসপ্রিত বুমরাহ। গোলাপি বলের টেস্টে তৃতীয় দিনে তাকে দিয়ে ধ্বংসযজ্ঞের শুরু করেন কামিন্স।
এরপর ভারতের আর কোনো ব্যাটসম্যানই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। সর্বোচ্চ ৯ রান আসে মায়াঙ্ক আগারওয়ালের ব্যাট থেকে। জস হ্যাজেলউড ৫ ও প্যাট কামিন্স নেন ৪টি উইকেট।
৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে বেগ পেতে হয়নি স্বাগতিকদের। জো বার্নসের ফিফটিতে ম্যাথু ওয়েড ও লাবুশানের উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।