বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ব্যাডমিন্টনে রেকর্ড প্রাইজমানি
রোববার শুরু হচ্ছে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ব্যাডমিন্টন র্যাংকিং টুর্নামেন্ট। এবারের টুর্নামেন্টে পুরুষ ১১৩ জন ও নারী ২৯ জন অংশগ্রহণ করছেন। র্যাংকিং টুর্নামেন্টে ৪ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। র্যাংকিং টুর্নামেন্ট তো বটেই জাতীয় ব্যাডমিন্টনেও এত টাকার প্রাইজমানির রেকর্ড নেই।
প্রাইজমানি সম্পর্কে ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ড. আবদুল মালেক বলেন,‘আমাদের পরিকল্পনা ছিল আন্তর্জাতিক টুর্নামেন্ট করার। করোনা কারণে সেটি সম্ভব হয়নি। তাই নিজেদের র্যাংকিং টুর্নামেন্টকে ভিন্ন উচ্চতায় নেয়ার জন্য এই উদ্যোগ।’
বিজ্ঞাপন
পুরুষ ও মহিলা একক, দ্বৈতের সঙ্গে মিশ্র দ্বৈতও রয়েছে। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন পাবেন ৪০ হাজার, রানার্স আপ ২৫ হাজার ও সেমিফাইনালস্টিরা সাড়ে সাত হাজার টাকা করে পাবেন।
ব্যাডমিন্টন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে। ইনডোর ভেন্যুতে করোনা ঝুকি খানিকটা বেশি। ফেডারেশনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদার বলেন,‘আমরা ডিজইনফেকশন টানেল বসাবো। পাশাপাশি মাস্ক, স্যানিটাইজার তো থাকবেই। এছাড়া বিশেষ মেডিকেল কমিটি থাকবে।’
বিজ্ঞাপন
সেপ্টেম্বর থেকে ব্যাডমিন্টন ফেডারেশনে অ্যাডহক কমিটি করা হয়। অ্যাডহক কমিটির অধীনে এটাই প্রথম কোনো কার্যক্রম,‘অ্যাডহক কমিটি হলেও আমরা ব্যাডমিন্টনের উন্নয়ন ও প্রসারে নানা পরিকল্পনা নিয়েছি। এই টুর্নামেন্ট সফলভাবে শেষ হলে সামনে আরো কিছু করব।’ বলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মিলন।
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ব্যাডমিন্টন র্যাংকিং টুর্নামেন্ট কমিটির অন্যতম সদস্য ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ। এই ছাত্রনেতা তার বক্তব্যে বলেন,‘খেলাধূলা যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখে। আমরা তরুণ প্রজন্মকে ব্যাডমিন্টনের প্রতি উদ্বুদ্ধ করব।’
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইভ্যালী, কো-স্পন্সর বেক্সিমকো কমিউনিকেশনস লি, নগদ, আকিজ ফুড। টুর্নামেন্টের বাজেট সাড়ে ১৬ লাখ টাকা।
শনিবার সকালে ব্যাডমিন্টন ফেডারেশনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এমএইচ