ছবি : হ্যান্ডবল ফেডারেশন

ওয়ালটন প্রথম নারী ফেডারেশন কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আনসার ৩১-২৩ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে পরাজিত করে। 

প্রথমার্ধে অবশ্য পুলিশ হ্যান্ডবল ক্লাব ১৬-১৩ গোলে এগিয়ে ছিল। পুলিশের হয়ে খাদিজা ৬টি ও আনসারের হয়ে খালেদা ৭টি গোল করেন। পুলিশ হ্যান্ডবল ক্লাবের খাদিজা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

ফাইনাল শেষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ওসমান মোস্তফা তুরান প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন। এ সময় স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন এবং ফেডারেশনের কর্মককর্তারা উপস্থিত ছিলেন।

এমএইচ