সাকিব বলছেন রুশো অনেক ক্ষুধার্ত ছিল
টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বৃহস্পতিবার সিডনিতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। এক আফ্রিকান ব্যাটার রাইলি রুশোর কাছেই হেরেছে টাইগাররা। ম্যাচ হারের পর অধিনায়ক সাকিব আল হাসান জানালেন রুশো অনেক ক্ষুধার্ত ছিল রান করার জন্য।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রানে হারের পর সংবাদ সম্মেলনে আসেন সাকিব, জানালেন আমার কাছে যেটা মনে হয়েছে রুশো অনেক ক্ষুধার্ত ছিল ভালো করার জন্য, যেহেতু অনেকদিন পর দলে এসেছে সে।
বিজ্ঞাপন
সাকিব বলেন, ‘অবশ্যই থাকতে পারে, অস্বাভাবিক কিছুই না। ভালো করতেই পারে, ওর অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারে। এটা আসলে ওই (রাইলি রুশো) ভালো বলতে পারবে কিভাবে ভালো করেছে। আমার কাছে যেটা মনে হয়েছে ও অনেক হাঙার ছিল ভালো করার জন্য, অনেকদিন পরে এসেছে, তাই অনেক কিছু আছে প্রমাণ করার।’
সাকিব যোগ করেন, ‘দেশের জন্য যেভাবে খেলেছে তার ওর সেলিব্রেশন দেখেই বুঝা গেছে। যেভাবে ও ব্যাটিং করেছে ক্রেডিট অবশ্যই দিতে হবে, আমাদের কোনো সুযোগই দেয়নি। মেবি একটা হাফ চান্সমত ছিল তখন তার।’
বিজ্ঞাপন
এসএইচ/এটি/এমএ