রিখটার স্কেলে ৭.২ মাত্রার ভূমিকম্প। এরপর শুক্রবার সকালে ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে।  এর প্রভাবে যতটা না কেঁপেছিল নিউজিল্যান্ড, তার থেকে ঢের বেশি কম্পন অনুভব হয়েছে বাংলাদেশে! কারণ, সে দেশেই আছে বাংলাদেশ দলের সোনার ছেলেরা, প্রিয় ক্রিকেট দল। ক্রিকেটার শরিফুল ইসলামের কথায় শঙ্কা বেড়ে যায়। তবে সে শঙ্কা উড়িয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। নিউজিল্যান্ড থেকে চিন্তামুক্ত থাকার বার্তা দিলেন তিনি।

ঢাকা পোস্টকে দেবাশীষ জানান, ‘ভূমিকম্পের উৎপত্তিস্থল নর্থ আইল্যান্ড। আমরা আছি সম্পূর্ণ বিপরীত জায়গায়, সাউথ আইল্যান্ডে। বলতে পারবেন প্রায় হাজার কিলোমিটারের পথ। আমরা জেনেছি ৭.২ মাত্রার ভূমিকম্প ছিল এটি। তবে এতদূর এর প্রভাব এসে পড়ার কথা না।’

দেবাশীষ আরও বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম। তেমন কিছু বুঝতে পারিনি। পরে শুনেছি দু-একজন অনুভব করতে পেরেছে। জানি না ঠিক। তারা জেগে থাকার জন্য অনুভব করতে পেরেছে কি না। সাধারণত তাদের অনুভব করার কথা না। মোটামুটি সবার সঙ্গে আমার কথা হয়েছে। অনেকেই বলেছে তারা বুঝতেই পারেনি কখন ভূমিকম্প হয়েছে।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত শুক্রবার (৫ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে অর্থাৎ স্থানীয় সময় রাত ২টা ২৭ মিনিটে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে আলোড়িত হয় নিউজিল্যান্ড। এতে সুমানির শঙ্কায় সতর্কতা জারি করা হয়। আবার শুক্রবার সকালে ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর আবারো সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানে সাত দিনের রুম কোয়ারেন্টাইন শেষে খানিক অনুশীলনের সুযোগ মিললেও ১৪ দিনের কোয়ারেন্টাইন প্রক্রিয়া শেষ করে তবেই পুরদমে বাইরে যাওয়ার ছাড়পত্র মিলবে। তার আগে দলের সবার সঙ্গে সবার দেখা হওয়ার সুযোগ নেই। তবে দেবাশীষ খোঁজ নিয়ে দেখেছেন, আতঙ্কিত নন কেউই।

এই বিষয়ে দেবাশীষ বলেন, ‘আমাদের কারও তেমন কোনও সমস্যা হয়নি। আমরা সবাই ভালো আছি। আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে আমরা সবার খোঁজখবর নিচ্ছি। যেহেতু কোয়ারেন্টাইনের কারণে আমাদের সবার সঙ্গে দেখা হয় না। সেখানে অনেকেই জানিয়েছেন তারা এটা নিয়ে চিন্তিত না। চিন্তিত তখনই হতো, যদি তারা অনুভব করতো। দু-একজন বাদে আমরা কেউই বুঝতে পারিনি ভূমিকম্পের বিষয়টি।’ 

এদিকে সফরে বাংলাদেশের দলীয় প্রধান জালাল ইউনুসও পরে এক বিবৃতিতে জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্র থেকে দূরে হওয়ায় শঙ্কা নেই বাংলাদেশ দলের। বললেন, ‘টিম ম্যানেজমেন্ট স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। সেখান থেকে জানা গেছে, দেশের এই অংশে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দলের সবাই ভালোই আছে। দৈনিক কার্যক্রমগুলোও চলছে ঠিকঠাক। লিংকন গ্রিনে খেলোয়াড়রা নিজ নিজ ট্রেইনিং সেশনে যোগ দিয়েছেন।’ 

টিআইএস/এমএইচ/ওএফ/এনইউ