কলকাতা যাচ্ছেন জামাল ভূঁইয়া
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ভারতের আই-লিগ খেলতে বৃহস্পতিবার দুপুরে কলকাতা যাচ্ছেন। তিনি ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব কলকাতা মোহামেডানের হয়ে খেলবেন।
প্রায় দুই দশক পর বাংলাদেশের ফুটবলাররা ভারতের লিগে খেলবেন। মাঝে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএলে জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম অ্যাটলেটিকো ডি কলকাতায় নিবন্ধিত হয়েছিলেন। তবে সেবার তৎকালীন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক খেলতে পারেননি কোনো ম্যাচ। জামালের আজ দুপুরে কলকাতা যাবার বিষয়টি বাফুফে ও কলকাতা মোহামেডান উভয় পক্ষ নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, জামাল ভূইয়া বাংলাদেশ দলের সঙ্গে দোহায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়েছিলেন। গত ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে ৫-০ ব্যবধানে হারের পর বাংলাদেশ দল ঢাকায় ফেরে পরদিনই। তবে কোচ জেমি ডে ও জামাল নিজে ফেরেননি। জেমি চলে গিয়েছেন ইংল্যান্ডে, জামাল থেকে যান দোহাতেই। এর সপ্তাহখানেক পরই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার দুঃসংবাদ পান তিনি।
গত ২০ ডিসেম্বর করোনামুক্ত হওয়ার খবর পান জামাল। রিপোর্ট পেয়ে দেশে ফেরেন দ্রুততম সময়ের মধ্যে। এরপর আজ দুপুরে কলকাতার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন জামাল। আই লিগে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৯ জানুয়ারি সুদেবার বিপক্ষে মাঠে নামবে কলকাতা মোহামেডান।
বিজ্ঞাপন
এজেড/এনইউ