আগের সফরেই বিরাট কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো ভারতের হয়ে জিতেছিলেন টেস্ট সিরিজ। কিন্তু ঠিক তার পরের সফরেই যেন এক দুঃস্বপ্নের সাক্ষী হয়েছেন তিনি। অ্যাডিলেড টেস্টে তার দল গুটিয়ে গেছে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৩৬ রানে। 

ভারতের এমন দুর্দশায় সহানুভূতি আছে প্রতিপক্ষ কোচ জাস্টিন ল্যাঙ্গারের। তবে তাদের এখন কী করা উচিত এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই তার। বরং ভারত চাপে থাকাতে খুশি অজি কোচ।

তিনি বলেন, ‘এটা নিয়ে আমার মাথাব্যথা নেই (ভারতকে কী করতে হবে)। এসব চাপে আমাকে কম থাকতে হয়নি। প্রতিপক্ষের প্রতি আমার সহানুভূতি আছে, আমি জানি এই অবস্থায় কেমন লাগে। তবে ভারত যদি চাপে থাকে, আমি খুশি যে তারা এই অবস্থায় আছে, আমরা নই।’

বক্সিং ডে টেস্টে ভারতের ঘুরে দাঁড়ানোটা এখন আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে সিরিজের বাকি সময়ে দলের সঙ্গে থাকবেন না অধিনায়ক কোহলি। ইনজুরিতে পড়ে বক্সিং ডে টেস্টে খেলবেন না দলের সেরা বোলার মোহাম্মদ শামিও। 

এই টেস্ট নিয়ে ল্যাঙ্গার বলেন, ‘প্রথম দিনে আমাদের শুরুটা দারুণ করতে হবে এবং রাহানের ওপর চাপ সৃষ্টি করতে হবে, কারণ সিরিজে সে ভারতের নতুন অধিনায়ক। আমাদের প্রক্রিয়ায় বদল আসবে না। যে কোনো দলের সেরা ক্রিকেটাররা থাকলে দল খর্বশক্তির হয়ে যায় এবং সেটিই বাস্তবতা।’

এমএইচ/এটি