আসছে দশ দলের আইপিএল!
ছবি: সংগৃহীত
২০২২ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দলের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে দশে। এর আগে আগামী ২০২১ সালের আসরেও বাড়তে পারে দলের সংখ্যা। সেটা নির্ধারিত হবে আজ বৃহস্পতিবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায়।
ডিসেম্বরের শুরুতে বিসিসিআই জানিয়েছিলো, বার্ষিক সাধারণ সভায় তাদের প্রধান আলোচ্য বিষয় হবে নতুন দুই দলের আইপিএলে অন্তর্ভুক্তি। অতীতে এমন কোনো প্রস্তাব আয়োজক পক্ষ থেকে এলেও এবার এতে জড়িত আছেন খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী, তার সঙ্গে আছেন সেক্রেটারি জয় শাহ, কোষাধ্যাক্ষ অরুণ ধুমাল ও আইপিএলের প্রধান অপারেটিং অফিসার হেমাং আমিন।
বিজ্ঞাপন
আহমেদাবাদে অনুষ্ঠেয় এই সাধারণ সভায় ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সদস্য ও রাজ্য অ্যাসোসিয়েশনগুলোর কাছ থেকে এর জন্যে অনুমতি চাইবে। প্রত্যেকের কাছ থেকে এর সুবিধা ও অসুবিধার ব্যাপারেও জানা হবে।
ডাবল লিগ পদ্ধতিতে ১০ দলের টুর্নামেন্টে সময় প্রয়োজন অনেক বেশি। এর উপর যোগ হয়েছে কোভিডজনিত সমস্যা, লম্বা সময় ধরে জৈব-সুরক্ষা বলয়ে থাকার ঝক্কি তো থাকছেই।
বিজ্ঞাপন
প্রধান পছন্দ ভারত হলেও করোনা-সংক্রান্ত জটিলতা মাথায় রেখে বিকল্প ভেন্যু ভাবতে হবে বিসিসিআইকে। সেটা হতে পারে দুবাইতে, কিন্তু স্মরণকালের সবচেয়ে বড় আইপিএল আসরের জন্য পর্যাপ্ত ভেন্যু, জৈব সুরক্ষাবলয় সহ নানা ভাবনা পথ আগলে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেটের।
এসব কারণে ২০২১ সালেই ১০ দলের টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে ভাবছে না ভারতীয় ক্রিকেট। তবে এরপরের বছর থেকে টুর্নামেন্টে নতুন দুই দলের অন্তর্ভুক্তি অনেকটাই নিশ্চিত, ধারণা ভারতীয় সংবাদ মাধ্যমের।
এনইউ