ধাওয়ান-পান্ডিয়ার ব্যাটে সিরিজ জিতল ভারত
ছবি : ইএসপিএন ক্রিকইনফো
ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হারলেও টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতে জিতে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা।
রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে শিখর ধাওয়ানের হাফ সেঞ্চুরি ও হার্দিক পান্ডিয়ার ঝড়ে ৬ উইকেটের বড় জয় পেয়েছে বিরাট কোহলির দল। টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া বেশ বড় লক্ষ্যই দিয়েছিল ভারতকে। ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ১৯৪ রান।
বিজ্ঞাপন
অজিদের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার মেথু ওয়েড। ১০ চার ও ১ ছক্কায় ৩২ বলে এই রান করেন তিনি। ৩ চার ও ২ ছক্কায় ৩৮ বলে ৪৬ রান করেন স্টিভেন স্মিথ। এই দুইজনের বিদায়ের পর সেভাবে এগোয়নি অস্ট্রেলিয়ার ইনিংস।
নির্ধারিত ২০ ওভার শেষে ১৯৪ রান তুলে তারা। ভারতের পক্ষে ৪ ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট পান থাসারাঙ্গা নাটারজান।
বিজ্ঞাপন
বড় লক্ষ্যে খেলতে নেমে পুরো ইনিংসে কক্ষপথেই ছিল ভারত। উদ্বোধনী জুটিতে ৫৬ রান তুলেন লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। ২২ বলে ৩০ রান করে রাহুল সাজঘরে ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নেন ধাওয়ান। ৪ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৫২ রান করে জাম্পার বলে আউট হন তিনি।
২২ বল থেকে ৪০ রান করেন অধিনায়ক বিরাট কোহলিও। শেষদিকে হার্দিক পান্ডিয়ার ২২ বলে ৪২ রানের ঝড়ে দুই বল হাতে রেখেই জয় পায় ভারত।
এমএইচ