ছবি : সংগৃহীত

দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। জাতীয় দলের এই ওপেনার সাম্প্রতিক সময়ে সমালোচনার মুখে পড়েছেন মন্থর ব্যাটিংয়ের জন্য। বেশ কয়েকবার এর জবাবে অবশ্য তামিম বলেছিলেন দলের স্বার্থেই এমন ব্যাটিং করেছেন তিনি।

চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রান পেলেও এখনো প্রশ্নবিদ্ধ তামিমের স্ট্রাইক রেট। তবে আবারও এর ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। স্ট্রাইক রেটের ক্ষেত্রে সঙ্গীর রান তোলার গতিও দেখতে হবে বলে জানিয়েছেন তামিম। 

তিনি বলেন,'আমার সঙ্গে যারা খেলছে, তারা কোন স্ট্রাইক রেটে খেলছে, এটাও তো খেয়াল রাখতে হবে। ৩০ বলে ৩০ রান করায় খারাপ কিছু দেখি না, যদি পরিস্থিতি ওরকম থাকে। যখন আমরা ১৫০ রান তাড়া করছি, তখন যদি তিনটা উইকেট পড়ে যায় (দ্রুত),  ওই সময় ২০ বলে ৩০-৪০ রান করা কঠিন। গত ম্যাচে দেখুন, দেড়শ স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলাম, আবারও ৩২ রানে আউট হয়ে গেছি। এ সময় বেশি না মেরে আরেকটু সময় নিয়ে খেললে ইনিংস বড় করা যেত।'

বঙ্গবন্ধু কাপে পাঁচ ম্যাচে ১৮৭ রান করেছেন তামিম। নিজের ব্যাটিংকে ভালো মনে করছেন তিনি। একই সঙ্গে ৩০ রানের আশেপাশে আউট হওয়াটাকে অগ্রহনযোগ্য বলছেন তিনি। 

তামিম বলেন, 'এই টুর্নামেন্টে আমার মনে হয় ভালোই ব্যাটিং করেছি। তবে সবশেষ তিন ম্যাচে ৩০, ৩০, ৩০ করে আউট হয়ে যাওয়া আমার কাছে মনে হয় অগ্রহণযোগ্য। বিশেষ করে আমি যে দলে খেলছি, যেখানে আমার পারফরম্যান্সটা অনেক ম্যাটার করে, সেখানে আমি যদি ৩০ করে আউট হয়ে যাই, এটা মূলত অপরাধ।'

তিনি আরও বলেন, 'অবশ্যই ৩০ গুলো যদি আমি ৫০-৬০ করতাম, তিনটার মধ্যে যদি একটাও করতাম, তাহলে হয়তো ফল একটু অন্যরকম হতে পারত। তবে সামগ্রিক ব্যাটিং নিয়ে যদি বলি, যেভাবে আমি বল স্ট্রাইক করতে চাই এবং যেভাবে করছি, ইটস ওকে। আমি বলব না যে ‘গ্রেট’, কিন্তু খুব খারাপও নয়।'

এমএইচ