পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভালের তৃতীয় দিন শুক্রবার কলব্রীজ ডিসিপ্লিন বিএসজেএ’র নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

কলব্রীজে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রাকিবুল হাসান প্রথম, দৈনিক যুগান্তরের জ্যোর্তিময় মন্ডল দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন ডেইলি স্টারের রামিন তালুকদার। আগের দিন ক্যারম একক ও দ্বৈতেও সেরা হয়েছিলেন রাকিবুল হাসান। 

এজেড/ এমএইচ