চ্যাম্পিয়ন দলের উল্লাস

শেষ হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ময়মনসিংহ প্রিমিয়ার লিগ’ (এমপিএল)। শুক্রবার (২৫ ডিসেম্বর) টুর্নামেন্টের ফাইনালে ম্যাচে ময়মনসিংহ থান্ডার্সকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ রাইডার্স।

এদিন বেলা ১১টা ৪৫ মিনিটে নগরের সার্কিট হাউস মাঠে ১০০ বলের এ টুর্নামেন্টের ফাইনালে প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ময়মনসিংহ রাইডার্স। 

ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই রনির ঘূর্ণিতে ওপেনার অনিকের উইকেট হারায় থান্ডার্স। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে ১০ ওভার ৫ বলে থান্ডার্সের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৫৬ রান। ১১তম ওভারে আবারও ব্রেক থ্রো আনেন রাইডার্স স্পিনার রনি। প্রথম বলে জিমি-শুভাগত’র ভুল বোঝাবুঝিতে জিমি রান আউট হওয়ার পরই তৃতীয় বলে দলীয় ৬১ রানের মাথায় আউট হন শুভাগতও। এরপর জাতীয় ক্রিকেটার ফরহাদ রেজা নেমে চার-ছয়ে রানের চাকা সচল করার চেষ্টা করলেও ১৪ তম ওভারে তার উইকেটটি তুলে নেন রাইডার্সের মুক্তার আলী। শেষদিকে অর্ক’র ২২ রানের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১১৬ রান করতে সক্ষম হয় ময়মনসিংহ থান্ডার্স।

জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন রাইডার্সের দুই ওপেনার উত্তম ও মুনির। অষ্টম ওভারে থান্ডার্স বোলার টিটুর বলে আউট হওয়ার আগে তারা স্কোরবোর্ডে যোগ করেন গুরুত্বপূর্ণ ৫৫ রান। এ দুই ওপেনারের উইকেট হারালেও জাতীয় দলের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান ৩৭ ও আল আমিনের ২৩ রানে ৮ বল রেখেই সহজ জয় পায় ময়মনসিংহ রাইডার্স। শেষে টানা ছুটি ছক্কায় ম্যাচ জিতিয়ে ভক্তদের মনের আশা পূর্ণ করেন সাব্বির রহমান।

এ জয়ের মধ্য দিয়ে এমপিএলের প্রথম আসরের শিরোপা নিজেদের করে নিল ময়মনসিংহ রাইডার্স। ৯ রানে ৩ উইকেট পাওয়ায় ফাইনালের সেরা খেলোয়াড় হন বিজয়ী দলের স্পিনার রনি। আর টুর্নামেন্টে সর্বোচ্চ ১২টি উইকেট নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন থান্ডার্স অলরাউন্ডার শুভাগত হোম। মাঠে বসে পুরো খেলা দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিটি মেয়র ইকরামুল হক টিটু, পুলিশ সুপার আহমার উজ্জামান, র‍্যাব-১৪’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন।

এ সময় ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ও টুর্নামেন্ট কমিটির প্রধান উপদেষ্টা শ্রী দিলিপ পান্ডে, কমিটির চেয়ারম্যান ফারুক খান পাঠান, উপদেষ্টা ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেনসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ট্রফি ও রানার আপ ট্রফিসহ সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

এমএইচএস