শীতবস্ত্র বিরতণ করছেন রুবেল

বাগেরহাটে অসহায়, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। 

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট শহরের নিজ বাড়িতে এক হাজার ২০০ মানুষের মাঝে তিনি কম্বল বিতরণ করেন। এসময় বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্থানীয়রা বলেন, রুবেল আমাদের গর্ব। বাগেরহাটের মানুষ হিসেবে আমরা রুবেল ভাইকে নিয়ে গর্ব করি। নিজ এলাকার অসহায় মানুষের কথা ভেবে তিনি আমাদেরকে কম্বল দিয়েছেন এ জন্য আমরা খুব খুশি। এর আগেও করোনা পরিস্থিতিতে রুবেল ভাই আমাদেরকে খাদ্য ও পোশাক দিয়ে সহযোগিতা করেছেন। 

রুবেল হোসেন বলেন, দেশে গত কয়েকদিন ধরে অনেক শীত পড়েছে। এ অবস্থায় সবচেয়ে কষ্টে আছে অসহায় মানুষেরা। তাই নিজ উদ্যোগে এলাকার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করছি। 

শীতার্ত মানুষের সহায়তা করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান রুবেল।

এর আগে করোনা মহামারি শুরুতে রুবেল বাগেরহাটে ২০টি  ইনফ্রারেড থার্মাল স্ক্যানার প্রদান করেন। 

বিভিন্ন জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানে এলাকার দরিদ্রদের মাঝে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করে থাকেন জাতীয় দলের এই পেসার।

ওএফ