বড় জয়ে লিভারপুলের দর্শক-বরণ
ছবি: সংগৃহীত
প্রিমিয়ার লিগে সীমিত পরিসরে দর্শক মাঠে আসার অনুমতি পেয়েছে। করোনা-পরবর্তী নতুন স্বাভাবিকতায় এবারই প্রথম। লিভারপুল সে উপলক্ষ্যটা রাঙিয়ে রাখলো বড় জয় দিয়ে। উলভারহ্যাম্পটনকে ৪-০ ব্যবধানে উড়িয়ে আবারও জয়ে ফিরেছে কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। অল রেডদের প্রথম গোলটি করে ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে চলে এসেছেন তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ।
নিজেদের মাঠে এগিয়ে যেতে ক্লপের শিষ্যরা সময় নিয়েছে ২৪ মিনিট। লক্ষ্যভেদ করেছেন মোহামেদ সালাহ। অধিনায়ক জর্ডান হেন্ডারসনের বাড়ানো লংবল ঠিকঠাক বিপদমুক্ত করতে পারেননি উলভস অধিনায়ক কনর কোডি, সুযোগসন্ধানী সালাহ এগিয়ে দেন লিভারপুলকে।
বিজ্ঞাপন
এ গোলের সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগে রোনালদোর গোলের সংখ্যা দাঁড়ালো ৮৪-এ। প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলসংখ্যাও ছিলো এই ৮৪ ই। সালাহর কীর্তির পর আর পেছন ফিরে তাকাতে হয়নি লিভারপুলকে। বিরতির একটু আগে সফরকারী উলভস পেনাল্টি পেলেও ভিএআরের কল্যাণে তা থেকে মুক্তি পায় স্বাগতিকরা।
এক গোলে এগিয়ে থাকা চ্যাম্পিয়নদের ব্যবধান দ্বিগুণ হয় ৫৮ মিনিটে, জর্জিনিয়ো ওয়াইনাল্ডামের দূরপাল্লার শটে। ৬৭ মিনিটে কর্নার থেকে জোয়েল মাতিপের গোলে ম্যাচটা চলে যায় সফরকারীদের ধরাছোঁয়ার বাইরে। ৭৮ মিনিটে নেলসন সেমেদোর আত্মঘাতী গোল উলভসদের দুর্দশা বাড়িয়েছেই কেবল।
বিজ্ঞাপন
৪-০ ব্যবধানে জয়ের পরও অবশ্য গোল ব্যবধানে পিছিয়ে দুইয়েই আছে লিভারপুল। তবে দর্শকদের ফেরাটা তাতে রাঙানো হয়েছে দারুণভাবেই। মার্চের পর থেকে প্রথমবারের মতো এদিন দর্শকদের মাঠে আসার অনুমতি মেলে।
জয়ের অন্যতম নায়ক ওয়াইনাল্ডাম তাতে উচ্ছ্বসিত বেশ। বললেন, ‘এটা দারুণ। যখনই শুনেছি দর্শক ফিরছে, তখন থেকেই রোমাঞ্চ কাজ করেছে। এটা দারুণ এক অনুভূতি। দর্শকেরা পারফর্ম্যান্সে দারুণ সাহায্য করেছে আমাদের। কারণ তারা ম্যাচের পুরোটা সময় জুড়ে আমাদের উৎসাহ দিয়ে গেছে। এর আগে কেবল বেঞ্চ থেকেই এটা পেতাম আমরা।’
শেষ বাঁশির পরপরই ক্লপও ফিরলেন তার চিরচেনা রূপে। দর্শকদের কাছাকাছি গিয়ে নিজের বুকে আলতো ঘুষি দিলেন একটা, জয়টাও উদযাপন করলেন চেনা ভঙ্গিতে। ম্যাচের পর আবেগ জড়ানো ক্লপ বললেন, ‘আমার গায়ের রোম দাঁড়িয়ে যাচ্ছিলো। খেলাটা, এর পরিবেশ খুবই ভালো ছিলো। তারা যখন ইউ উইল নেভার ওয়াক আলোন গাচ্ছিলেন, বেশ ভালো লাগছিলো। আমি জানতাম না এটা এতো ভালো লাগতে পারে। ফেব্রুয়ারিতে এটা শুরু হয়েছিলো, আর এর পর থেকেই আমরা স্বাভাবিকতায় ফেরত যেতে চেয়েছি। স্বাভাবিকতা ভালো, আমি মনে করি না এর আগে আমরা ব্যাপারটার মূল্য ভালোভাবে বুঝতে পেরেছি। ব্যাপারটা বেশ হৃদয়স্পর্শী ছিলো।’
এনইউ